তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়নে নৌকা প্রতীকে ৮ জন ও স্বতন্ত্র ৩ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। পাবনার চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের বেসরকারী ভাবে ঘোষিত ১১ জন নব নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন, হান্ডিয়াল ইউনিয়নে মোঃ রবিউল করিম এম এ (নৌকা), নিমাইচড়া ইউনিয়নে মোছাঃ নুরজাহান বেগম মুক্তি (নৌকা), মথুরাপুর ইউনিয়নে মোঃ শাহ আলম (নৌকা), ছাইকোলা ইউনিয়নে নুরুজ্জামান নুরু, মুলগ্রাম ইউনিয়নে রাশেদুল ইসলাম বকুল (নৌকা), হরিপুর ইউনিয়নে মকবুল হোসেন (নৌকা), পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আলহাজ্ব মোঃ আজাহার আলী (নৌকা), গুনাইগাছা ইউনিয়নে মোঃ রজব আলী বাবলু (স্বতন্ত্র), ডি’বি গ্রাম ইউনিয়নে মোঃ শামীম হোসাইন (স্বতন্ত্র), বিলচল ইউনিয়নে মোঃ আক্তার হোসেন (স্বতন্ত্র), ফৈলজানা ইউনিয়নে মোঃ হাফিজুর রহমান (স্বতন্ত্র)।