রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

পুনরায় নৌকার মাঝি হতে চান চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান 

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৭:৫২ অপরাহ্ণ

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলডাঙ্গা উপজেলার  নির্বাচনকে ঘিরে  উপজেলার ৫টি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আগাম প্রচারনায় মাঠে নেমেছেন। জনমত সৃষ্টি ও দলীয় সমর্থন পেতে দিন-রাত দোয়া/আর্শিবাদ চেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন তারা। এর ধারাবাহিকতায় নিজের অসম্পূর্ণ কাজ সম্পুর্ণ করতে পুনরায় মনোনয়ন চান ৩ নং খাজুরা  ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ৩নং খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান ।
খলিলুর রহমান বলেন ,  সরকারী বরাদ্দকৃত  অর্থায়নে রাস্তাঘাট সহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন করেছি। এছাড়া সরকারের সকল ধরনের সুবিধাদি জনতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশপাশি সাধারণ ও অসহায় মানুষদের সাথে থেকে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। ০৩ নং খাজুরা   ইউনিয়নে বয়স্ক, বিধবাসহ প্রতিবন্ধী ভাতা’র পাশাপাশি দারিদ্র্য ও কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা, সামাজিক নিরাপত্তা অধিকার থেকে বঞ্চিতদের ভাতা কার্যক্রম চলমান রয়েছে। ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া মহামারি করোনা ভাইরাসে মানুষের জীবন রক্ষায় সরকার ঘোষিত লগডাউনের সময় অসহায় মানুষদের কাছে সরকারের ত্রাণ সামগ্রীর পাশপাশি আমার ব্যক্তিগত অর্থায়নে রাতের আধারে অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়েছি । অসুস্থদের জন্য ঔষধ ও নগদ আর্থিক সুবিধা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে উন্নয়ন কাজ করা কঠিন হয়ে পড়ে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ইউঃপিঃ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার জন্য আবারো নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী । যদি আমি পুনরায় মনোনয়ন পাই তাইলে  আমার ইউনিয়নের অসমাপ্ত কাজ শেষ করে  মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার ইউনিয়ন বাসীদের ভালবাসার প্রতিদান দিতে চাই। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর