সারাদেশে চলছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি। তারই অংশ হিসেবে পানার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের হাতে কেন্দ্রীয় আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন বিতরণ করেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫ টায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়।
ভাঙ্গুড়া উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মাঝে এই মনোনয়ন পত্র বিতরণ করা হয়।
চতুর্থ ধাপের নির্বাচনে এ উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে বাকি দুইটির নির্বাচন হয়েছে । ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে পার-ভাঙ্গুড়া ইউনিয়নে মোঃ হেদায়তুল হককে দিলপাশার ইউনিয়নে অশোক কুমার ঘোষ পনোকে, খানমরিচ ইউনিয়নে মোঃ নুর-নবী মন্ডল দুলাল মাষ্টারকে অষ্টমনিষা ইউনিয়নে মোছাঃ সুলতানা জাহান বকুলের হাতে দলীয় মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আব্দুর রহমান প্রধান,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রন্জু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী খান,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজা,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, সাবেক ছাত্র নেতা শামীম আহাম্মেদ,ছাত্র নেতা সরদার আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহ মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইমরান হাসান আরিফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান তারেক, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব,সাধরণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মামুনসহ আওয়ামীলিগ,সেচ্ছাসেবক লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
#চলনবিলের আলো / আপন