আগামী ২৩ ডিসেম্বর পাবনার আটঘরিয়া পৌরসভাসহ ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশ রত্ন শেখ হাসিনা দলীয় মনোনীত প্রার্থীদের যাদের নাম ঘোষনা করেছেন তারা হলেন- আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও (মেয়র) মোঃ শহিদুল ইসলাম রতন।
দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন পেয়েছেন মাজপাড়া ইইনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ইন্তাজ আলী খান, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ আনোয়ার হোসেন, একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ মহসিন আলী। দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করার সাথে সাথে আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন