রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

ই-পেপার

বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বাদশার  মোটরসাইকেল সভাযাত্রা

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৩:৫৩ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সর্বত্র চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। পিছিয়ে নেই নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  মোসাদ্দেকুল ইসলাম বাদশা তিনি দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আজ ২০/১১/২১ ইং শনিবার বিকেল সাড়ে ০৩ ঘটিকায় এক মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগের আয়োজন করেন তিনি।
মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের সমসখলসী তার নিজ বাড়ি হতে পুরো ইউনিয়ন ঘুরে একই স্থানে শেষ হয়। এতে অংশ নেয় ধর্ম-বর্ণ,রাজনৈতিক-অরাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোটরসাকেইল শোভাযাত্রাটি বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় ছোট ছোট বিরতির মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাদশা ভোটারদের কাছে তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।
বাদশা বলেন, বঙ্গবন্ধু কন্যা, দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনের সুযোগ দেন তবে তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। জনসাধারণের সকল প্রকার নাগরিক অধিকার নিশ্চিতসহ জনকল্যাণমূলক কাজ করবেন। সকল প্রকার অন্যায় ও অনিয়মকে দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন।
নৌকা প্রতীকে মনোনয়ন প্রার্থী মোসাদ্দেকুল ইসলাম বাদশা সাবেক চেয়ারম্যান মরহুম  মোজাহারুল হক মোল্লার ছেলে। উল্লেখ্য, তার বাবা মরহুম মোজাহারুল হক মোল্লা ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যের দায়িত্বে ছিলেন ১২ বছর ও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ২২ বছর। মোসাদ্দেকুল ইসলাম বাদশা তিনি নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
উক্ত মোটরসাইকেল সভাযাত্রায়  উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর