কে,এম আল আমিন :
নাম জান্নাতুল ফিরদাউস।বয়স ৯ বছর। বাবার বাড়ি সিরাজগন্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামে।বাবা পেশায় সংবাদকর্মী। মা রাফিয়াতুল জান্নাত একজন গৃহিনী। স্বপরিবারে থাকেন ঢাকায়। ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ওয়েটন ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড-টু’র ছাত্রী। জান্নাতুল ফিরদাউস মাত্র ১০ মাসের মধ্যে পবিত্র কুরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে। ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের আরবী শিক্ষা শাখার বিভাগীয় প্রধান মাসুম বিল্লাহ বলেন,ওয়েটন স্কুলে গত দু’বছরে ১৮ জন হিফজুল কোরআন শিক্ষার্থী কুরআন মুখস্থ শেষ করেছে, কিন্তু জান্নাতুল ফিরদাউসের মত এত অল্প বয়সে অল্প সময়ে কেউ কোরআন মুখস্থ করতে পারেনি।
আমরা ওর সাফল্যে সত্যিই গর্বিত। মাসুম বিল্লাহ আরো বলেন, সবচেয়ে বিস্ময়কর ঘটনা হলো, যখন বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন অনলাইনে হিফজ ক্লাসগুলোও জান্নাতুল ফিরদাউস অত্যন্ত মনোযোগের সাথে পড়ায় দ্রুত পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে। শিশু জান্নাতুল ফিরদাউসের জন্য তার বাবা-মা সকলের কাছে দোয়া আর আশীর্বাদ কামনা করেছেন।