বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ সোমবার বিকেলে মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব।
ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সংগীতের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামিম ও সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর ইসলাম মনির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন আকনসহ অন্যান্যরা।
সম্মেলন শুরুর আগে যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, রাসেল হোসেন রাঢ়ী, আলিম হোসেন খান এবং সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউল ইসলাম রোমান সেরনিয়াবাত, সিকদার মহসিন সেন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
#চলনবিলের আলো / আপন