টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত হয়েছে।শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলের রুহুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে আসাদুল ইসলাম(১৮) একই গ্রামের ইলিয়াসের ছেলে রাকিব (১৭) ও চিতুলিয়া পাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে মকবুল হোসেন (২০)।এরা সকলেই পেশায় গাড়ির হেলপার ও চালক। পুলিশ ও প্রতুক্ষদর্শী সুত্রে জানা যায়,মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের নিকট এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে তারা মাটিতে পড়ে যায়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা সাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আইনি প্রক্রিয়া শেষে মরহেদ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। উল্লেখ্য, মোটরসাইকেল চালক মকবুল হোসেন দুর্ঘটনার আগের দিন তার বাবা বাসেদকে বাধ্য করে মোটরসাইকেল ক্রয় করেন।পরের দিনই মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়ে ৩ বন্ধু প্রান হারান।
#চলনবিলের আলো / আপন