বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমান আদারতের অভিযানে দুই দিনের অভিযানে অবৈধ ২৫টি চায়না দুয়ারী জাল জব্দ ও একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে রতœপুর ইউনিয়নের নাগার গ্রাম থেকে ২টি চায়না দুয়ারী জাল আটক করে ভ্রাম্যান আদালতের বিচারক ও উপজেলা সহকালি কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। এসময় ওই গ্রামের রবীন্দ্র নাথ মল্লিককে ৫ টাকা জরিমানা করেছে আদালত।
অন্যদিকে রবিরার দুপুরে উপজেলার পশ্চিম মোল্লাপাড়া, সাতপাড়, ঐচারমাঠ এলাকা থেকে এউপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম অভিযান চালিয়ে অবৈধ ২৩টি চায়ন দুয়ারী জাল জব্দ করেছে। জব্দকৃত অবৈধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট করেছে আদালত। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শেখর চন্দ্র সোম।