আগৈলঝাড়ায় এসি ল্যান্ডের অভিযানে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদের পরে স্থানে নতুন করে পুণরায় অবৈধভাবে নির্মান করা দুটি দোকান রবিবার দুপুরে সম্পূর্ন উচ্ছেদ এবং দুটি দোকানের আংশিক উচ্ছেদ পুণরায় উচ্ছেদ করেছে এসিল্যান্ড নেহের নিগার তনু।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, আগৈলঝাড়া-গৌরনদী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রশিদ ফকিরের ব্রীজের গোড়ায় সড়কের পাশর্^ ও খাল দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করছিল স্থানীয় মান্নান আকনের ছেলে ফারুক আকন। অবৈধভাবে সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ করতে কৌশলে ফারুক তার মরহুম মুক্তিযোদ্ধা পিতা আব্দুল মান্নান আকন এর নাম ব্যবহার করে একটি সাইনবোর্ডও টানিয়ে দিয়েছিলেন।
গত ১৮সেপ্টেম্বর তিনি অভিযান চালিয়ে ফারুকের নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলেন। কিন্তু ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের কয়েকদিন পরেই আবারও সেখানে অবৈধভাবে দোকান নির্মান করেছে ফারুক আকন। রবিবার দুপুরে থানা পুলিশের সহায়তায় ফারুকের অবৈধ স্থাপনা শ্রমিক দিয়ে ভেঙ্গে অপসারণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু আরও বলেন- তিনি দ্বায়িত্বে থাকতে নতুন করে কোন অবৈধ স্থাপনা নির্মানের কোন সুযোগ তিনি কাউকে দেবেন না।