রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে ননদ-ভাবী উধাও

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ

ছয়দিন পর্যন্ত রহস্যজনকভাবে ননদ ভাবী নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের।
নিখোঁজরা হলেন মাহিলাড়া গ্রামের আব্দুর রব হাওলাদারের কলেজ পড়–য়া কন্যা রোজী আক্তার লিজা (২৫) ও তার (রব হাওলাদার) পুত্র মুন্না হাওলাদারের স্ত্রী আখি আক্তার (২৬)। নিখোঁজের পিতা আব্দুর রব হাওলাদার জানান, গত শুক্রবার তার কন্যা রোজী আক্তার লিজা ও তার পুত্রবধু আখি আক্তার পরিবারের কাউকে কিছু না বলে মাহিলাড়া গ্রামের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এমনকি তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। নিখোঁজ ননদ-ভাবীকে উদ্ধারে পুলিশী তৎপরতা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর