ময়মনসিংহের নান্দাইলে চালককে ছুরিকাঘাতে হত্যা করে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
২ নভেম্বর রাত দশটার দিকে উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে, বালুয়া পুকুর পাড় নামক স্থানে সাবেক মেম্বার আঃ রহিম সাহেবের বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তার দিয়ে চলার পথে পথচারীরা দেখতে পায় এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে। তার বুকে ছুরি ঢুকানো ছিল। পরে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, নিহতের নাম মোশাররফ হোসেন(২০) সে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।
তিনি আরও জানান, তিনজন ছিনতাইকারী যাত্রী সেজে কিশোরগঞ্জ সদর বটতলা থেকে এখানে এনে এই ঘটনা ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।