কখনো কোন রাজনৈতিক কর্মকান্ডে জড়িত না থাকলেও ছাত্রদল ঘোষিক কমিটিতে নিজের নাম দেখে অবাক ও বিশ্ময় প্রকাশ করেছেন ৮ জন ভুক্তভোগি। নাটোরের বড়াইগ্রাম পৌরসভার এক নম্বর ওয়ার্ড কমিটি গঠনের ক্ষেত্রে এমনটা ঘটেছে। রোববার স্থাণীয় সংবাদকর্মীর কাছে অভিযোগ করেছেন ওই আটজন। তবে উপজেলা ছাত্রদলেন আহ্বায়ক জাহিদ হাসান বিপুল জানান,তাদের ইচ্ছাতে কমিটিতে নাম দেওয়া হয়েছিল। পারিবারিক চাপে নাম প্রত্যাহার করতে চাইলে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার রাতে ২১ সদস্যের ওয়ার্ড কমিটির নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পৌর কমিটির আহ্বায়ক মাসুম রেজা ও সদস্য সচিব আজাদ আহম্মেদ। ঘোষিত কমিটিতে জুয়েল আহমেদ সভাপতি, হৃদয় আহমেদ সাধারণ সম্পাদক, মাসুদ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক, অনিক সরকার সাংগঠনিক সম্পাদক, নাহিদ হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক নিরব সরকার, হাবিল ও কাবিলকে সদস্য করে কমিটি অনুমোদন করা হয়। এর মধ্যে কাবিল আহমেদ ভ্যান চালক। তার স্কুল পড়ুয়া বাচ্চা রয়েছে।
জুয়েল আহমেদ বলেন, আমিসহ বাকী সাতজন কখনও কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করি নাই। কোন দিন কোন দলের সদস্য ফরম পর্যন্ত পুরন করি নাই। আমরা এই ধরনের কর্মকান্ডের প্রতিবাদ জানাই।
ভ্যান চালক কাবিল হোসেন বলেন, আমি অনেকদিন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি। প্রতিবেশী একজনের মাধ্যমে জানতে পারি ছাত্রদলের কমিটিতে নাম দেওয়া হয়েছে। এটা কোন কাজ হলো।
উপজেলা ছাত্রদলেন আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, ওই ওয়ার্ডে সভা করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি করা হয়েছে। এখন প্রতিপক্ষ রাজনৈতিক ও পারিবারিক চাপে তারা আবোল-তাবোল বলছে। তবে ওই আটজন তাদের পারিবারিক সমস্যার কথা জানিয়ে আবেদন করায় কমিটি থেকে অব্যহতি দেয়া হয়েছে।
#চলনবিলের আলো / আপন