বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে গাঁজা এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
আগৈলঝাড়া অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান চালিয়ে উপজেলার ফুল্লশ্রী মডেল মসজিদ সংলগ্ন সড়কের পাশ থেকে পূর্ব সুজনকাঠি গ্রামের নসু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সিরাজ মিয়া (৪২)কে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে উপ-পরিদর্শক মো. আব্দুর রহমান।
এঘটনায় উপ-পরিদর্শক মো. আব্দুর রহমান বাদী হয়ে শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-১১, (৩০-১১-২০২১)। গ্রেফতার মাদক ব্যবসায়ী সিরাজ মিয়াকে শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।