ময়মনসিংহের নান্দাইলে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আঃ আজিজ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। (২৯ অক্টোবর) শুক্রবার দুপুর ৩ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আঃ আজিজ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র।
স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন, সে তার বাড়ির কাজের জন্য নিজ বাঁশ ঝাঁড় থেকে দুপুরের দিকে বাঁশ কাটতে গিয়েছিল। বাঁশের গুড়ি কাটার পর তা হেলে পাশের বিদ্যুৎ লাইনের উপর পড়ে।
সে বিষয়টি বুঝতে না পারায় বাঁশ নামানোর জন্য গুড়ি ধরে টান দেয় তখন সেখানে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহামুদুর রশিদ জানান,হাসপাতালে আনার পূর্বেই লোকটি মারা গেছে। আমাদের এখানে আনার পর আমরা মৃত পেয়েছি। এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, হাসপাতাল সূত্রে বিষয়টি জানতে পেরেছি। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।