লামা থানার এজাহার ভুক্ত আসামি আবু ছালেক পুলিশের অভিযানে গ্রেফতার হন। সেক্ষেত্রে আদালত জামিন আবেদন করলে না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। গতকাল বুধবার (২৭ অক্টোবর) সকালে লামা উপজেলার সরই ইউনিয়নে লম্বাখোলা নিজ বাড়ি হতে পুলিশ কর্তৃক ১নং আসামী গ্রেফতার হন।
সূত্র জানায়, লামা থানা জি আর মামলা নং ১২৩ /২১ এ মামলায় ১ নাম্বার আসামী আবু ছালেক গতকাল ২৭/১০/২০২১ ইং তারিখে পুলিশ অভিযান চালিয়ে আবু সালেক কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামি কে আদালতে সোপর্দ করেছে আসামি পক্ষে জামিন আবেদন শুনানি করেন আসামিপক্ষের আইনজীবি এবং রাষ্ট্রপক্ষে যুক্তিতর্কের পর জামিন আবেদন না মঞ্জুর হয় ।
আরও মামলার বাদী আবু বক্কর ছিদ্দিক এর গত ১০/১০/২০২১ ইং তারিখে আবু ছালেক তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক এবং সিদ্দিক এর স্ত্রী জান্নাত আরা বেগম কে হত্যার উদ্দেশে হামলা করে মামলার বাদী ও স্ত্রীকে জখম করে রক্তাক্ত করেন। এক পর্যায় বাড়িতে ঢুকে বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে এবং একটি মোবাইল চুরি করে করে মর্মে এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে অভিযুক্ত বাকি আসামিদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।