পাবনার আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবণে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে গতকাল বুধবার সন্ধায় আয়োজিত প্রতিষ্ঠাবাষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক। এসময় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আলহাজ মোঃ শফিউল্লাহ শফি।
সাধারন সম্পাদক জুলফিকার হায়দার জুলি’র পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান ইমাম বুলবুল, সদস্য সচিব ও সম্ভব্য মেয়র প্রার্থী আলী সুজা মিঠু, দপ্তর সম্পাদক কানন হোসেন, সদস্য ফরিদুল ইসলাম বিদ্যুৎ প্রমূখ।