বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার, কিশোর আহত

নুর আলম, টাঙ্গাইল থেকে:
আপডেট সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকা থেকে সুমাইয়া নামের নবম শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলেঙ্গা পৌরসভার শামসুল হক কলেজের সামনে খোকনের বাড়ির সিড়িকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় মনির নামের এক কিশোরকে উদ্ধার করে তার স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেছে। আহত মনিরের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
এবিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জবাই করা এক কিশোরী ও এক কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় ওই কিশোর জীবিত ছিল। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
তিনি আরো বলেন, নিহত কিশোরীর নাম সুমাইয়া আক্তার। তিনি উপজেলার পালিমা গ্রামের ফেরদৌস রহমানে মেয়ে ও এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তবে কি কারণে এ ঘটনা তা এখনো জানা যায়নি।
এ ঘটনায় আহত মনির (১৭) উপজেলার ভাবলা গ্রামের মেহেরের ছেলে ও পরিবহন শ্রমিক হিসাবে কাজ করতো।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজিব পাল বলেন, মনিরের পেট থেকে ভুরি বেরিয়ে পড়েছে। তার গলায় ও গাড়ে কাটা আছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত আছে। বর্তমানে মনির ওটিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর