চাটমোহর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২৫ অক্টোবর সোমবার দুপুরে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস,এম,নজরুল ইসলামের সভাপতিত্বে ঐতিহাসিক বালুচর খেলার মাঠে বিশাল আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন পত্র আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। মনোনয়নপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য পাবনা-৩, সভাপতি, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা মহামারির মাঝেও দেশে খাদ্য সংকট হয়নি এবং মানুষ না খেয়ে নেই। বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের খাদ্য ও কৃষিতে অভাবনীয় সফলতা অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থীদের পক্ষে দলের সকল নেতা কর্মিদের এক যোগে কাজ করার জন্য।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়নের নৌকা প্রতীক প্রাপ্তরা হচ্ছেন, আলহাজ্ব মোঃ রবিউল করিম এমএ (হান্ডিয়াল ইউপি), মোঃ নুরুজ্জামান (ছাইকোলা ইউপি), নুরজাহান বেগম (নিমাইচড়া ইউপি), মোঃ নুরুল ইসলাম (গুনাইগাছা ইউপি), মোঃ মকবুল হোসেন বাচ্চু (হরিপুর ইউপি), মোঃ নবীর উদ্দিন (ডিবিগ্রাম), মোঃ রাশেদুল ইসলাম (মূলগ্রাম ইউপি), মোঃ আজাহার আলী (পার্শ্বডাঙ্গা ইউপি), মোঃ হানিফ উদ্দিন (ফৈলজানা ইউপি), মোঃ শাহ আলম (মথুরাপুর ইউপি), ও মোঃ আবুল কালাম আজাদ (বিলচলন ইউপি)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।
এ সময় আরো উপস্তিত ছিলেন, ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।