নগরীর রূপাতলী এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারীচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে নেজারুল ইসলাম (৪৫) নামের পুলিশের ট্রাফিক বিভাগের এক কনস্টবল নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর রূপাতলী এলাকায় এ দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে (নেজারুল) রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নেজারুল ইসলাম জেলার উজিরপুর উপজেলার জুগিহাটি গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।
রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুর রহিম জানান, আটককৃত একটি অটোরিকসাকে ড্রাম্পিং স্টেশনে নেওয়ার জন্য পুলিশ কনস্টবল নেজারুল ইসলাম ওই অটোরিকসাযোগে রূপাতলীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ঝালকাঠীগামী ‘দোয়েল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেজারুল ইসলাম গুরুত্বর আহত হন।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ লোকমান হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক থাকায় তাদের আটকের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
#চলনবিলের আলো / আপন