শুভ কুমার ঘোষ:
পিঠে ভালবাসার বস্তা (ত্রাণ সামগ্রী) নিয়ে মেঠোপথ ধরে নিঃস্বার্থভাবে অসহায়দের বাড়িতে বাড়িতে ছুটে চলা, রক্তদানের সময় হলেই রোগী খুজে রক্তদান করা, যেকোনো ভাল কাজে সর্বদা এগিয়ে যাওয়া সহ সার্বিকভাবে মানবতার সৈনিক হয়ে কাজ করে যাওয়া শুধু একজন মানবিক মানুষ দিয়েই হয়। আর সেরকমই একজন মানবতার সহযোদ্ধা স্বপ্নজয় বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী শফিউল্লাহ সুজন এর জন্মদিন আজ।
স্বপ্নজয় বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে দোয়া রইলো তার জীবনে শত বছর এই দিনটি ফিরে আসুক ও এভাবেই সারাটা জীবন মানবতার কাজ করে যাক। #শুভ_জন্মদিন মানবিক মানুষ, সবার অন্যতম প্রিয় স্বেচ্ছাসেবী ও প্রিয় মানবতার সহযোদ্ধা শফিউল্লাহ সুজন। শুভ হোক তোমার আগামীর প্রতিটি পথচলা। অনেক অনেক দোয়া, ভালবাসা ও শুভ কামনা স্বপ্নজয় বাংলাদেশ এর পক্ষ থেকে।