খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শামীম।এনিয়ে টানা দ্বিতীয়বারের মত তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।গতকাল সোমবার জেলা নির্বাচন অফিসার ও রামগড় পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান তাকে বিজয়ী ঘোষনা করেন।তিনি রামগড় পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে একমাত্র প্রার্থী ছিলেন।
সোমবার(১৮অক্টোবর)প্রতীক বরাদ্দের দিনে তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়। পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
জয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে শামীম জানান,মানুষের ভালোবাসার এই ঋণ শোধ হবার নয়।তিনি দাবি করেন,কর্মের সুফল হিসেবে জনগণ তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করেছেন।পূর্বের মত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য মোহাম্মদ শামীম রামগড় উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক।তিনি রামগড় পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন। ২০১৬ সালে অনুষ্ঠিত রামগড় পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হোন।