খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন রফিকুল আলম কামাল।আজ সোমবার জেলা নির্বাচন অফিসার ও রামগড় পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান তাকে বিজয়ী ঘোষনা করেন।তিনি রামগড় পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।
সোমবার(১৮অক্টোবর)বিকেল ৪ টায় প্রতীক বরাদ্দের দিনে মেয়র পদে অন্যকোন প্রার্থী না থাকায় নির্বাচন অফিসার ও রামগড় পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান তাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন।অন্যদিকে রামগড় পৌর সভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী হওয়ায় মোহাম্মদ শামীমকে কাউন্সিলর পদে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় এদিন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।আগামী ২নভেম্বর রামগড় পৌরসভায় শুধুমাত্র কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর রফিকুল আলম কামাল জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে দেশের উন্নয়নের স্রোতধারা কে এগিয়ে নিতে তিনি প্রস্তুুত।তিনি আরো জানান, ডিজিটাল পৌরসভা গঠনের পাশাপাশি পৌরবাসীদের হয়রানিমুক্ত শতভাগ সেবা মূলক প্রতিষ্ঠানে রুপ দিতে চান রামগড় পৌরসভাকে।
উল্লেখ্য রফিকুল আলম কামাল ১৯৯৭ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়।১৯৯৮ ও ১৯৯৯ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।২০০২সালে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হোন।২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন।২০১৭ সালে পৌর আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হোন।রফিকুল আলম কামাল প্রাচীন মহাকুমা শহর রামগড়ের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান।তার পিতা মরহুম আব্দুর গফুর সর্দার ধনাঢ্য ব্যবসায়ী এবং আমৃত্যু রামগড় উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯অক্টোবর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত বৃদ্বি করা হয়। মেয়র পদে ৩জন প্রার্থী মনোনয়ন নিলেও শেষ পর্যন্ত মনোয়নপত্র দাখিলে করেছে ১ জন।অন্যদিকে কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছে।১৮অক্টোবর যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করে দেয়া হয়।
আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।পৌরসভায় মোট ভোটার ২০হাজার ৮শত ৮৬ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৮৬১ ও মহিলা ১০ হাজার ২৫ জন।
#চলনবিলের আলো / আপন