সিরাজগঞ্জের মহাসড়কে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরে থাকা একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আরও ৭জন বাসযাত্রী। আজ রোববার (১৭ অক্টোবর) রাত পৌনে ৮ টার দিকে রাজশাহী – বনপাড়া মহাসড়কে তাড়াশের খালকুলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আব্দুল্লাহেল বাকী। তবে ট্রাক্টরে আর অন্য কেও না থাকায় তাতক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আব্দুল্লাহেল বাকী বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি বাসের সঙ্গে রাস্তা মেরামতের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের সাথে খালকুলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এবং বাসের অন্তত ৭জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।
#চলনবিলের আলো / আপন