মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে ছেলের হাতে লাঞ্ছিত বাবা

নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ২:৩৭ অপরাহ্ণ

চাটমোহরে ছেলের হাতে চরমভাবে লাঞ্ছিত হয়েছেন এক বাবা। শিক্ষক ছেলে বাবাকে লাথি মারাসহ লাঞ্ছিত করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মজনুর রহমান সকালে তার বাবার চাকরিস্থল পোষ্ট অফিসে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অফিসের কাগজপত্র তছনছ করে। বাবার কাছ থেকে জোর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন, পরে মোবাইল ফোনটি নিয়ে মোটর বাইকে উঠতে চাইলে বাবা ছেলেকে বাধা দেন। তখন ছেলে বাবাকে লাথি মারেন। এসময় বাবার সঙ্গে ধাক্কা ধাক্কি ও লাঞ্ছিত করেন। পরে আশপাশের লোকজন এসে মজনুর রহমানকে ধরে পিটুনি দিয়ে তাড়িয়ে দেয়।
মজনুর বাবা চাটমোহর থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় পুলিশ মজনুরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে থানায় নিয়ে আসে। পরে ছেলের নামে মামলা করেন বাবা।
চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন, মামলা নং-১৪। ১৩ অক্টোবর বুধবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর