বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাহেবেরহাট বাজারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অ-স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রির অপরাধে ১৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের সাহেবেরহাট বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাহেবেরহাট বাজারের আরতী মেডিকেল হলের মালিক নিহার বাড়ৈকে দোকানে মেয়াদ উতবতীর্ণ ঔষধ রাখার অপরাধে ৮ হাজার টাকা, একই বাজারের জিজাস মেডিকেল হলের মালিক বাদলকে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে ২ হাজার ৫ শত টাকা ও পবিত্র মিষ্টান্ন ভান্ডারের মালিক জগদীশ গাইনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৪ হাজার টাকাসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, আমার প্রায়ই জেলা ও বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করে থাকি। যাতে কোন ব্যবসা প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ নিত্যপন্য বিক্রি করতে না পারে।