বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

ই-পেপার

লামার ফাইতংএ বজ্রপাতে চাচা-ভাতিজা নিহত

নাজমুল হুদা, লামাঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৫:১০ অপরাহ্ণ

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বজ্রপাতে চাচা-ভাতিজাসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর, ২০২১ ইং) দিবাগত রাত ২ টায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার জৈনক মোঃ এনামুল হক (৫০), পিতাঃ মোঃ হোসাইন, শফিক মিয়া ( ১৩) পিতা মৃত মোহাম্মদ নবী নামে দুইজন মৃত্যু বরণ করেছেন।
জানা যায়,রাতের বজ্রবৃষ্টির সময় উভয়েই খামার বাড়িতে শুয়ে ছিল, ঝুঁবড়ি ঘরের উপর বজ্রপাত পড়লে চাচা ভাতিজা দুজন‌ই বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
উপজেলার ২ নং  সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দুইটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত রাতের বজ্রপাতের ভয়াবহতা এতটাই বেশি ছিলো যে এলাকার লোকজন প্রচন্ড ভয়ের মধ্যে রাত্রি যাপন করেছেন।
খবর পেয়ে আজ সকালে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল ও নবাগত লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সা ও পিআইও মোঃ মজনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নবাগত উপজেলা নির্বাহী মোঃ মোস্তফা জাবেদ কায়সার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আমাদের পক্ষ হতে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর