নীলফামারীর ডোমারে আজ শনিবার ৯ অক্টোবর বাবার মৃত্যুর সংবাদ পেয়েই মৃত ব্যক্তির বড় মেয়ে হার্ড স্টোক করে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছেন।
ডোমার উপজেলার জোড়পাখুড়ি উত্তর পশ্চিম হরিনচড়া গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র মজিবুল হক(৭৫) বার্ধক্যজনিত কারনে নিজ বাসায় ভোর ৫.৪০ মিনিটে ইন্তেকাল করেন।
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর সংবাদ বড় মেয়ে রাবেয়া খাতুন (৪৫) এর শশুর বাড়িতে পৌঁছালে পিতা হারানোর ব্যাথা সইতে না পেরে মৃত মজিবুল হকের মেয়ে, লক্ষীচাপ ইউনিয়নের মাওলানা আজগার আলী আনসারীর স্ত্রী রাবেয়া তার শশুর বাড়িতে হার্ট স্টোক করে মৃত্যুবরণ করেন।
বাবা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আজ বাদ জোহর জোড়পাখুড়ি স্কুল মাঠে বাবা-মেয়ের জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজায় অংশগ্রহণ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানা ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আহমাদুল হক মানিক, হরিনচড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম, ডোমার পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রুবেল ইসলাম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুর কামাল সহ মরহুমের আত্মিয় স্বজন এবং একালার মুসল্লিগন উপস্থিত ছিলেন।