বরিশালের আগৈলঝাড়ায় গাছের ডাল কাটার সময়ে ডাল মাথায় পড়ে ইলিয়াস ফকির নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইলিয়াস (৩০) বাকাল গ্রামের খোরশেদ আলী ফকিরের ছেলে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের শ্রমিক ইলিয়াস ফকির অন্যান্য দিনের মতো গাছের বেপারী ফুল্লশ্রী গ্রামের সলেমান ফকিরের কেনা কোদালধোয়া গ্রামের সুভাষ ঘরামীর বাগানে কুঠারিয়া হিসেবে গাছ কাটতে যায়। দুপুরে চাম্বল গাঠের মগডাল থেকে একটি কাটা ডাল রশি দিয়ে নামানোর সময়ে দিক পরিবর্তন হয়ে আকস্মিক ইলিয়াসের মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। অন্যান্য শ্রমিকেরা ও স্থানীয় লোকজন ইলিয়াসকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে ইলিয়াসের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিন রাতে ইলিয়াসের বড় ভাই সিরাজুল ফকির বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে, নং-১৬(৭.১০.২১)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরে আলম সিদ্দিকী নিহত ইলিয়াসের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে মর্গে প্রেরণ করেছেন।