মহানগরীর এয়ারপোর্ট থানার বিল্ববাড়ী এলাকা থেকে ই-কমার্স প্রতারক তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-কাউনিয়া থানাধীন কাগাশুরা এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম সুমন মোল্লা (৩৬), তার স্ত্রী শাহিনুর বেগম (৩২) ও তাদের ছেলে শাহারিয়ার ইসলাম শাকিল (১৭)।
বুধবার দুপুরে বিএমপির এয়ারপোর্ট থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার উত্তর জাকির হোসেন মজুমদার জানান, কাগাশুরায় বারেক শেখ সুপার মার্কেটে ‘বন্ধু জন ফার্নিচার মেলা এন্ড ভ্যারাইটিজ স্টোর’ নামের একটি দোকান খুলে আটককৃতরা গত এক বছর যাবত ফার্নিচারসহ অন্যান্য মালামাল কম মূল্যে কিস্তির মাধ্যমে দেওয়ার প্রলোভন দেয়। তারই ধারাবাহিকতায় প্রায় সহ¯্রাধীক মানুষের কাছ থেকে সপ্তাহে ২০০ টাকা করে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে গত তিন মাস যাবত তারা আত্মগোপন করে।
এ ঘটনায় প্রতারিত পূর্ববিল্ববাড়ী গ্রামের বাসিন্দা ইউসুফ হাওলাদারের স্ত্রী লাইলী আক্তার বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে একটি প্রতারনা মামলা দায়ের করেন। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে তিনজনকে আটক করেছে।