শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ১১:৩১ অপরাহ্ণ

সিরাজগঞ্জের কাজীপুর, সলঙ্গা ও শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া এলাকায়, সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া এবং সলঙ্গা থানার নলকা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাজীপুর উপজেলার বিলচতর গ্রামের খোরশেদ আলমের ছেলে খলিলুর রহমান (৫৫), শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমন (৮) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিক নগর গ্রামের রহমত আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।

সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া হাটের পূর্ব পাশের রাস্তা পার হচ্ছিলেন খলিলুর রহমান। এ সময় একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার নলকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন পাবনা জেলার মোস্তাক আলী। তিনি সিরাজগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে কর্মরত ছিলেন। এদিকে, দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে ইমন হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর