খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোয়ন পত্র সংগ্রহ করছে প্রার্থীরা।গত রবিবার থেকে মনোনয়ন পত্র বিতরনের কার্যক্রম শুরু হয়।উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এই মনোয়ন পত্র সংগ্রহ করা হচ্ছে।
রামগড় উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার (৫অক্টোবর)বিকেল ৪টা পর্যন্ত মনোয়ন পত্র সংগ্রহের তৃতীয় দিনে ৩৮টি মনোয়ন পত্র সংগ্রহীত হয়েছে।নির্বাচনে মেয়র পদে ৩ জন,সাধারণ কাউন্সিলর পদে ২৭জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।আগামী ৯ অক্টোবর পর্যন্ত মনোয়নপত্র সংগ্রহের প্রক্রিয়া চলবে।
নির্বাচন কমিশনের(ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ৯ অক্টোবর। মনোনয়রপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৪৭ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫৬৩ ও মহিলা ১০ হাজার ৪৮৪ জন।
#চলনবিলের আলো / আপন