টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসীতে কিছু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে দোকানের মালামাল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে মোট ২৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৩ অক্টোবর (রবিবার) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী বাজারের নৌঘাট হতে টি রোড পর্যন্ত ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি । ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জন ব্যবসায়ীকে মোট ২৪০০০ টাকা জরিমানা করা হয়। বাজারের আদর্শ স’মিলের সত্ত্বাধিকারী আব্দুল ছাত্তার (৪০) কে ৫০০০ টাকা, জনী ট্রেডার্স সত্ত্বাধিকারী দুলাল হোসেন (৩২) কে ৫০০০ টাকা,
রিয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম (২৪) কে ৫০০০ টাকা, কর্মকার টেড্রার্সের সত্ত্বাধিকারী শ্যামল চন্দ্র কর্মকার (৪৫ ) কে ৫০০০ টাকা ও মের্সাস আনোয়ারা স’মিলের সত্ত্বাধিকারী ছানোয়ার হোসেন (৪০) কে ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, সড়কের জায়গা দখল করে দোকানগুলো কাঠের গুড়ি, তেলের ড্রাম, সিমেন্টের খুঁটি সহ বিভিন্ন মালামাল। এতে রাস্তা দখল থাকায় পায়ে হাঁটা পথচারী সহ রাস্তায় চলমান যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত।
অভিযান পরিচালনা নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি জানান, দীর্ঘদিন যাবত কিছু ব্যবসায়ী সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও দোকানের মালামাল রেখে ব্যবসা পরিচালনা করত। পরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ৫ জন ব্যবসায়ীকে সর্বমোট ২৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করি এবং আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।