পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষে ২ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে জোকা গ্রামে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার জোকা গ্রামের মৃত দিল মাহমুদ প্রামাণিকের ছেলে বেলাল হাজী গত এক বছর পূর্বে একই গ্রামের মৃত জহির উদ্দিন প্রামাণিক এর ছেলে তার চাচাতো ভাই শহিদুল ইসলামের কাছে একটি লিখিত স্ট্যাম্পের মাধ্যমে ৪৬ শতাংশ জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা নেয়। গত শনিবার ২ অক্টোবর সকালে শহিদুলকে ৭০ হাজার টাকা ফেরত দিয়ে তার কাছে বন্ধক রাখা জমির স্ট্যাম্প ফেরত চাই। কিন্তু শহিদুল ইসলাম টাকা নিয়ে লিখিত স্ট্যাম্প ফেরত না দিয়ে বেল্লাল হাজীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ লাঞ্ছিত করে। স্ট্যাম্প ফেরত না দেওয়ায় বেল্লাল হাজির ছেলে মনিরুল ইসলাম ও রবিউল প্রতিবাদ করলে শহীদুলের ভাই আব্দুর রাজ্জাক ও বাদশা মিয়া লাঠি দিয়ে তাদেরকে মারধর করে এসময় প্রতিবেশী আত্মীয় মোঃ বাদশা মিয়া বাধা দিলে তাকেও পিটিয়ে জখম করেন। তাদের চিৎকারে এলাকাবাসী উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে বিকেলে বিল্লাল হাজী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান লিখিত অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।