আগৈলঝাড়ায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার করিম বাজার সংলগ্ন সূর্য বেপারীর বাড়ির পাশ থেকে বারপাইকা গ্রামের মৃত জগদীশ কির্তুনীয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুশান্ত কির্তুনীয়াকে (৩২) ২১০ গ্রাম গাঁজাসহ এসআই আলী হোসেন গ্রেফতার করেন।
এ ঘটনায় এসআই মো. মাহাবুব হোসেন বাদী হয়ে বুধবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুশান্ত কির্তুনীয়াকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।