সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে ৯ জুয়াড়ি কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ

নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৩:০১ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় নয় জনকে আটক করে আদালতে পাঠিয়েছে গোপালপুর থানা পুলিশ।

বুধবার (২৯শে সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এসআই সালাউদ্দিন ও দেসাইন মেরাজুলসহ অন্যান্য পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে স্পট থেকে নয় জনকে আটক করে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকাল দশটায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, সুতি পলাশ গ্রামের কুদ্দুস উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০), নন্দনপুর গ্রামের ইসমাইলের ছেলে নজরুল ইসলাম (৪০), নন্দনপুর কাচারীপাড়া গ্রামের মৃত সমেশ আলীর ছেলে আজিজুর (৫৫), কোনাবাড়ী বাজার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে কালু মিয়া (৪০), সওদাগরপাড়ার মো. সেলিম হোসেন (৩৫), ভূয়ারচকের মৃত সমেদ আলীর ছেলে আশরাফ আলী (৫০), মৃত মহরআলীর ছেলে জুয়েল মিয়া (৩৫), মৃত আজহার এর ছেলে দেলোয়ার হোসেন (৪০),  জয়নুদ্দিন ছেলে আব্দুল করিম (৪০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর