ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডে ১টি বাড়ির ৩টি ঘর ও নগদ প্রায় লক্ষাধিক টাকা, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ২৫শে সেপ্টেম্বর শনিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাবরী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনের সুত্রপাত হওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। তবে এসময়ে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, ডাবরী গ্রামের তাহের আলীর ছেলে ভুলুলের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন সব কয়টি ঘরে ছড়িয়ে পড়ে।
ঘরগুলোতে থাকা পরিধেয় বস্ত্র, আসবাবপত্র ও খাদ্য প্রয়োজনীয় দ্রব্যাদীসহ গরুর বিক্রি করা নগদ প্রায় লক্ষাধিক টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের নগদ অর্থ’সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
#চলনবিলের আলো / আপন