সরকার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,
১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবই বিলের উন্নয়নে প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। এখন জবই বিল প্রকল্পের সুবিধা ভোগ করছে এখানকার মৎসজীবীগণ।
আজ বৃহস্পতিবার সাপাহার উপজেলার জবই বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, জবই বিলের মাছের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। এখানকার ৮০০ পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিলে সেচ প্রকল্পের আওতায় সারাবছর পানি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের চারদিকে বনায়ন করার পাশাপাশি জবই বিলে পর্যটনের সুবিধা কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পাররভীন এবং মৎসজীবীগণ উপস্থিত ছিলেন। পরে খাদ্য মন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন।