নওগাঁর আত্রাইয়ে পানিতে পরে মোঃ আবু মুসা নামে এক মাদ্রাসার ছাত্রর মৃত্যু হয়েছে। সে বড়সাঁওতা ফজিলাতুন্নেছা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার মক্তবের ছাত্র। বুধবার উপজেলার বিশা ইউনিয়নের বড়সাঁওতা, চকপাড়া গ্ৰামে এই ঘটনা ঘটে। নিহত ছাত্র একই গ্ৰামের মোঃ মিলন হোসেনের ছেলে। জানা যায়, ওই দিন দুপুরে তার বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে কোন এক সময় পুকুরে ডুবে যায়। পরে তার আত্মীয়স্বজন তাকে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে ওই পুকুরের পানির নিচে তার বড় ভাই মৃত অবস্থায় তাকে খুঁজে পায়।
উক্ত মাদ্রাসার মুহতামিম, মাওঃ মুফতি হেদায়াতুল্লাহ বলেন যে, আবু মুসা মাদ্রাসার অনাবাসিক ছাত্র ছিলেন এবং খুব মেদাবি ছিলেন। সকালে ক্লাস শেষ করে সে বাড়িতে চলে যেত। এ বিষয়টি শোনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
বিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লা জানান, ঘটনা স্থলে আমি গিয়েছিলাম এ বিষয়ে আমি অবগত আছি।