ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকায় আগুনে পুড়ে ৩টি পরিবারের ১৩টি ঘর ছাই হয়ে গেছে।
মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) রাতে ২১নং ঢোলারহাট ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোসলিম উদ্দিন মাষ্টার সহ আরো কয়েকটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে মসলিম উদ্দিনের ঘরের সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকান্ড ৩ টি পরিবারের নগদ টাকা, চাল কাপড় চোপড় বাসন কোসন সবই ভস্মিভূত হয়েছে।এছাড়াও মোসলেমউদ্দিনের নগদ, টিভি, ফ্রিজ, ল্যাপটপ এবং স্বর্ণলংকার পুড়ে যায়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২৩ লক্ষ টাকা।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।