বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু। এসময় আদালত অবৈধ জাল বিক্রি করার দায়ে ৩ব্যবসায়ীকে ৯হাজার টাকা জরিমানা করেছে। জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বন্দরে অভিযান চালিয়ে ৩০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬শ মিটার অবৈধ ৩টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে আদালত।
অবৈধ জাল বিক্রির অপরাধে ওই বাজারের ব্যবসায়ি লোকমান হোসেনকে ৫হাজার টাকা, আতাউর কাজীকে ২হাজার টাকা ও শ্রী কুমার শীলকে ২হাজার টাকাসহ তিন ব্যবসায়ীকে ৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু’র উপস্থিতিতে ওই জব্দকৃত অবৈধ জাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের ব্রীজের পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শেখর চন্দ্র সোম উপস্থিত ছিলেন