আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগন্জের চৌহালী উপজেলার উমারপুরে ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ হেলাল বি এস সির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ /০৯/২০২১ ইং) সন্ধ্যায় মিনিদিয়া বেপারী পাড়া মসজিদ ও মাদ্রাসা মাঠে আবুল কালাম বেপারীর সভাপতিত্বে উমারপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন বি এসসির পক্ষে গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চলন করেন চর পাচুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ফকির।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর পাচুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রামানিক, ডাঃ মোঃ সুলতান মাহমুদ বেপারী, সালাম ফকির, কাদের বেপারী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
৪ নং উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হেলাল বিএসসি নির্এবাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। গণসংযোগ শেষে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে গুরিত্বপুর্ণ বক্তব্য রাখেন তিনি। তিনি আরও বলেন, আমি জনগনের সেবক হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চায়। আজকের এই সভায় যে ভালবাসা ও সমর্থন দেখিয়েছেন তা ভোলার নয়। সরকারের উন্নয়ন জনগনের দৌড় গড়ায় পৌছে দিতেই তিনি মাঠে কাজ করে চলেছেন। এসময় উপস্থিতি জনগন শিক্ষা গুড়ু মোঃ হেলাল বি এস সিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
#চলনবিলের আলো / আপন