সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী শুক্রবার উপজেলার সলপ ইউনিয়নে সোনতলা সেতু সংলগ্ন এইচ টি ইমাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এর পক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, এইচ টি ইমাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সাধারণ সম্পাদক দূর্গানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হক সন্টু৷ উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা বিআরডিপির চেয়ারম্যান সুলতান হাফিজ খান বাবু প্রমুখ ।
প্রথম দিন ১৪ টি নৌকা ৭টি দলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। দ্বিতীয় দিন শনিবার আবারও এই নৌকাগুলো দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বলে জানা যায় ।
আগামী রোববার সেমিফাইনাল এবং সোমবার ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এ নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।
#চলনবিলের আলো / আপন