কক্সবাজার সদর খুরুশকুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাখাইন পাড়া আজ বিকাল ৪.০০ ঘটিকায় সময় ৮০ ঘরের ৫০০শত লোকের বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে রাখাইন পাড়া বাসীর পক্ষে ছাত্র যুবক মহিলা বৃদ্ধরা বক্তব্য রাখেন, মেসাং, বাসাং, প্র“মাসি, ঞোছেন বালাইন, মংক্যলাইন [বাপু] ছেনচিং থোইন, ক্যংসি, মংসেন, আদং, উক্যমং, অংক্যমান য়াইনচিংমং, থোয়ান সাংমং সহ আরো অনেকে ব্যক্তব্য রাখেন। প্রত্যেকে বলেন ১৯৯৮ সনের ৯এ মার্চ ডি.এফ. আই. ডি এনজিও সংস্থা খুরুশকুল রাখাইনপাড়া পরিদর্শন করিলে সরেজমিনে দেখতে পাই রাখাইন পাড়া গণবসতি ও জনবসতি হওয়ায় ডি.এফ. আই. ডি এনজিও সংস্থার অথ্যায়নে এবং রাখাইন পাড়া নারী সমিতি ও পুরুষ সমিতি নামে ২০ শতক জমি ক্রয় করে। একপর্যায়ে নারী সমিতি ও পুরুষ সমিতি সভাপতি থাকা কালে ১৯৯৯ সালে এপ্রিল মাসে ৯৬০০০/- হাজার টাকা আত্নসাৎ করেছিল পুরুষ সমিতি সভাপতি আবুরী। রাখাইন নারী সমিতির সাধারণ সম্পাদকের স্বাক্ষর নকল করে আমারী ১,৫০,০০০/- টাকা আত্নসাৎ করার পর এলাকাবাসী জনতে পারিলে তাদের বিরুদ্ধে রাখাইন পাড়াবাসী মামলা করেন। মামলাতে গ্রেপ্তারও হয় আমারী ও মংক্যএ । পরবর্তীতে সাবেক পি.পি এড. মমতাজ ও সাবেক খুরুশকুল ইউনিয়নের সভাপতি আমানুল হক চৌধুরী বিচারে উভয় পক্ষ কথা শুনে ঘঠনার সত্যতা মিললে আমারীকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে কিস্তি দিবে বলে বলিয়া অঙ্গিকারবদ্ধ হয়। তখনকার বিচারক উভয় পক্ষকে ডেকে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আবুরি ও আমারী টাকার আত্নসাৎ কথা শ্বীকার করিলে প্রতি মাসে ২০ হাজার টাকা করে কিস্তি দিবে বলিয়া অঙ্গিকারবদ্ধ হয়। আবুরি অনেক দিনের জন্য খাগড়াছড়ি পালিয়ে যায়। আমারী ১ম কিস্তি ২০ হাজার টাকা দেওয়ার পর বাকী টাকা না দিয়ে বিভিন্ন অযহাতে সময় ক্যাপন করে আসিতেছিল। যার এখনো ১,৩০,০০০/- টাকা পাওনা আছে। ঐ টাকা আত্নসাৎ করিতে পরবর্তী হঠাৎ ২০১৯ সালে দিকে আবুরি ও আমারী নতুন ছড়যন্ত্রেরে মেথে উঠেছে এবং ঐ সমিতি জায়গায় নিজের নামে রেজিষ্ট্রেটি করিয়া নেই। পরবর্তীতে বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দীন জসিম পূর্নরানয় বিচার দিলে চেয়ারম্যান কে আমারী ও আবুরী বলেন নামজারী হওয়ার পরে রাখাইন পাড়াবাসী কে রেজিষ্ট্রিরি করে বুঝিয়ে দেবে বলে ষ্ট্যাম্পে অঙ্গিকারনামা করেন। চেয়ারম্যানের কথা অমান্য করে জমি আত্নসাৎ করার নতুন সূত্র ধরে জমি ধারাবাহিক ভাবে রাখাইন পাড়া সমাজের যুবক ছাত্র বৃদ্ধ মহিলা যারাই ন্যায়ের পক্ষে কথা বলেছে তাদেরকে দমন করতে কক্সবাজার থানা সি,আর মামলা নং-৫৪৮/২০২১, ৪৩/২০২১, দুইটি মিথ্যা মামলা করে বিভিন্ন ভাবে হয়রানী করিয়াছে। এতে শান্ত নয় আবুরি ও আমারী খুরুশকুল থেকে কক্সবাজার বসে বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন ধরণের হুমকি ধমকি ও মামলা দিয়ে রাখাইন সমাজে বিশৃক্সঘলা সৃৃষ্টি করার মরিয়া হয়েছে। আজকের মানব বন্ধনে রাখাইন পাড়াবাসীর জোরদাবী জমি রাখাইন পাড়াবাসীর ফেরৎ দিতে ও মিথ্যা মামলা প্রত্যহার করিতে জোরদাবী তুলেন। আমারী ও আবুরী এদের পরিবার বিভিন্ন জনকে মোবাইলের মাধ্যমে ও প্রকাশ্য হুমকি দিচ্ছে। পুরা এলাকা গোপনে রাতের অন্ধকারে পুড়িয়ে দিবে বলে এবং এক ছেলেকে মারধর করে মানব বন্ধনে এলাকাবাসী জানায় এ ব্যাপারে জন প্রতিনিধি ভূমি প্রশাসন সহ প্রশাসনের সকললের হস্তক্ষেপ কামনা করছেন খুরুশকুল রাখাইন পাড়াবাসী।
#চলনবিলের আলো / আপন