বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক পাচারকালে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, বাটাজোর এলাকার মান্নান সরদারের পুত্র রিপন সরদার ও গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লার মৃত মোখলেচুর রহমানের পুত্র শহিদুল ইসলাম।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি সুলতান গিয়াস উদ্দিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাটাজোর এলাকার সম্ভ্রান্ত পরিবারের এক প্রভাবশালী ব্যক্তি ওই তক্ষক গ্রেফতারকৃতদের মাধ্যমে অন্যত্র পাচার করাচ্ছিলেন।
#চলনবিলের আলো / আপন