যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রাজঘাট সংলগ্ন এলাকার মোঃ ইব্রাহিমের হকের ছেলে সপ্পা (৩৫) নামের একজন ব্যাক্তি বোমা বিস্ফোরনে আহত হয়েছে।
সরেজমিনে জানা যায়, রাত আনুমানিক ১২টার সময় নওয়াপাড়া রাজঘাট এলাকায় নিজ ডেরায় বোমা তৈরির সময় অসাবধানতার ফলে বোমা বিস্ফোরিত হলে সেখানেই বিস্ফোরিত অবস্থায় পরে থাকে।
পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় বিস্ফোরিত সপ্পা কে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে বলে চিকিৎসাধীন ডাক্তার সাদিয়া জাহান জানিয়েছেন।
এবিষয়ে অভয়নগর থানা ইনচার্জ (ওসি) কে এম শামীমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তাতক্ষণাত যোগাযোগ করা সম্ভব হয়নি।
#চলনবিলের আলো / আপন