#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ভাঙ্গুড়া_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি মাওলানা মুহা: রমজান আলী জিহাদীর জীবনী পরিচিতি।
#মাওলানা_মুহা_রমজান_আলী_জিহাদী:
কবি নাম: মাওলানা মুহা রমজান আলী জিহাদী,উপাধি : জিহাদী
পিতার নাম: মজিবর রহমান ওরফে মজির উদ্দিন
মাতার নাম: জরিপোষ বেগম, শিক্ষাগতযোগ্যতা: কামিল পাস
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ: হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাযিল মাদরাসা।
প্রাক্তন ধর্মীয় শিক্ষক : ভাঙ্গুড়া ইউনিয়ন মডেল উচ্চ বিদ্যালয়।
জন্ম তারিখ : ১ মার্চ ১৯৪৬ সালে ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। পেশা গত ভাবে শিক্ষকতা করে ইসলামী দাওয়াতি কাজে যেমন ব্যস্ত থেকেছেন তেমনি ইসলামী প্রবন্ধ/ নিবন্ধন ,গল্প ,গান ও কবিতা লিখেছেন।তিনি মাতৃভাষা বাংলা ছাড়াও আরবী, উর্দু ও ফারসী ভাষায় দক্ষ ছিলেন।
উর্দ্দুতে বিভিন্ন সাপ্তাহিক, দৈনিকসহ বাংলাতে বিভিন্ন সাপ্তাহিক/ সাময়িকীসহ বিভিন্ন দৈনিকে তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
তার লেখা কবিতার মধ্যে আজব দেশ,ছিন্ন ফুল,আমার রুপসী বাংলা, হঠাৎ করে, পরিচয়, ইঁদুর,জালিম, সত্যের আহবান, নবীনের ডাক, ইনসাফ,তোমায় খুজেফিরি,মদিনা, প্রভৃতি। কবি ২৫ ফেব্রুয়ারি ২০১৪ সালে ইন্তেকাল করেন।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা”।
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_অধ্যাপক_আবু_জাফর_মঈন_সিদ্দিকীর জীবন বৃত্তান্ত।