পাবনার ভাঙ্গুড়ায় অটোভ্যান গাড়ি চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পানিতে পড়ে গিয়ে মাছুম হোসেন মোল্লা (১২) নামের এক শিশু ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার নৌবাড়িয়া গ্রামে এঘটনাটি ঘটে। সে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বড় বিশাকোল গ্রামের চা বিক্রেতা বাবলু মোল্লার সন্তান।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১২ টার দিকে উপজেলার নৌবাড়িয়া ভ্যানস্ট্যান্ডে অটোভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছের সাথে সজোরে ধাক্কা খায় চালক মাসুম । মুহুর্তের মধ্যেই গাড়িসহ ছিটকে পাশের ডোবার পানিতে পড়ে যায় সে । ঘটনাস্থলে উপস্থিত লোকজন তৎক্ষনাৎ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, ভ্যান চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পানিতে পড়ে ওই শিশুটি মারা গেছে। এব্যাপারে তাঁর পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
#চলনবিলের আলো / আপন