মানিকগঞ্জ শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধের রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। এমন তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদের নির্দেশনায় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালান মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। অভিযান চালিয়ে তিন দালাল কে আটক করে ডিবি পুলিশ। এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ডিবি ( ওসি) মোঃ নজরুল ইসলাম। আটককৃত দালালরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে বলে জানান,ডিবি ( ওসি)মোঃ নজরুল ইসলাম।এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য দালালরা দৌড়ে পালিয়ে যায়। আটককৃত দালালদের মোবাইল কোর্টের মাধ্যমে শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি,এস এম আবু দরদা আটককৃত তিন দালালকে ১ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এসময় মানিকগঞ্জ জেলা ডিবি ( ওসি) নজরুল ইসলাম বলেন, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করি। জেলার কোনো হাসপাতালেই দালালদের দ্বারা রোগীদের কোনো ভোগান্তি সহ্য করা হবে না। আমরা জেলা ডিবি পুলিশ চেষ্টা করছি জেলার প্রতিটা হাসপাতালকে দালাল মুক্ত করতে।
#চলনবিলের আলো / আপন