সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে মোহাম্মদ আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ৮ সেপ্টেম্বর ১২ টার সময় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাগধা গ্রামের সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোহাব্বত আলী জানান, নিহত মোহাম্মদ নানার বাড়িতে এসে সর¯^তীর শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
#চলনবিলের আলো / আপন